ভাবা যায়!
এমন সুন্দর প্রজাপতিটা
ঘৃণ্য শুঁয়োপোকা ছিল একদিন!


নমস্য বাল্মীকিও নাকি
ছিলেন এক ভয়ঙ্কর দস্যু!

সাধনার একটা গুণ আছে মানতেই হবে

নইলে অমন শক্ত গুটি কেটে
অমন প্রকাণ্ড উইয়ের ঢিবি সরিয়ে
নিন্দিত জীবন প্রকাশ পেত না এমন নন্দিত হয়ে!