আলোর রোশনাইয়ে
উঠোন ভেসে যায়

আর, ঘর জেগে থাকে একা; নিশ্চুপ  
বড়ো অন্ধকারে-
  
সইতে সইতে সয়ে যায় সব
সব সওয়া যায়

শুধু, অনাহার বড়ো দায়

গরম ভাতের ধোঁয়ায়
মৃত্যুশোকও ম্লান হয়ে যায়!