ক্ষার মাত্রেই ক্ষারক কিন্তু, ক্ষারক মাত্রেই ক্ষার নয়।
প্রেমহীন যৌনতা আর যৌনতা ছাড়া প্রেম
ক্ষার-ক্ষারকের সূত্রটি কেমন গুলিয়ে যায়!  

প্রেমে, ভালোবাসা থাকলেও থাকতে পারে
কিন্তু, ভালোবাসাহীন প্রেম দিব্যি চলছে টগবগিয়ে!
ভালোবাসায় অভিনয় আর অভিনয়ের ফাঁকে ভালোবাসায়
হাঁফ ধরে যায়।
সত্যি আর মিথ্যে  কেমন যেন হাত ধরাধরি করে মিলেমিশে!