মাটির কথারা যখন
মাটি ছাড়িয়ে চাঁদের দিকে-
চাঁদও উঁকি দেয় তখন
মাটির কাছাকাছি!
বিরামহীন গাড়িস্রোত
চলমান মেঘসারি; আড়াল করে দিচ্ছে বারবার
ঝুঁকে থাকা আমার আকাশ
উতসুক আমার চাঁদ
খুঁজেছি অনেক; তবুও, মেলেনি দেখা
রাজপথে রাঙা পলাশ
ট্র্যাফিক সিগন্যালের লালে
আটকে থাকা মোটে ছত্রিশটা সেকেন্ড;
লালটিপ পলাশরাঙা হয়ে ফুটেছিল
তোমার কপাল জুড়ে...