(ছন্দের অনুপ্রেরণায় কৃতজ্ঞতা স্বীকার প্রিয় কবি রহমান মুজিব ও তাঁর কবিতা-“ খোল দ্বার হুটহাট” )
টুকটুকে রাঙা মেয়ে মেয়ে রাঙা টুকটুকে
বকে বকে মাথা খায় খায় মাথা বকে বকে।
তুলতুলে গাল তার তার গাল তুলতুলে
টলটলে টোল পড়ে পড়ে টোল টলটলে।
দুলে দুলে বই পড়ে হেসে হেসে ঢলে পড়ে
হেসে হেসে ঢলে পড়ে দুলে দুলে বই পড়ে।
খিল খিল হেসে যায় সাদা দাঁত শোভা পায়
সাদা দাঁত শোভা পায় খিল খিল হেসে যায়।
খুঁটে খুঁটে নখ গেলে মাঝে মাঝে ফাঁক পেলে
মাঝে মাঝে ফাঁক পেলে খুঁটে খুঁটে নখ গেলে।
চোখে চোখে পড়ে গেলে মা’র হাতে মার মেলে
মা’র হাতে মার মেলে চোখে চোখে পড়ে গেলে।
কাজ থেকে বাবা এলে সব দোষে ছাড় মেলে
সব দোষে ছাড় মেলে কাজ থেকে বাবা এলে।