সারা পৃথিবীটা খুঁজতে দিলাম তোমায়-
খুঁজে আনো দেখি?
এমন কোনও রন্ধন পটীয়সী
যে নিজে হাতে রেঁধে-
খাইয়ে পরিতৃপ্ত করতে পারবে
আমায়-
আমার মায়ের মতো!