রক্তের যে স্রোতটা সামাজিক; কিংবা,
স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে
সংসার অভিমুখী যে রক্তস্রোত;
সেটা তাঁদেরও ছিল!
রঙ আর স্বপ্ন দিয়ে বুনে বুনে
প্রেমিক যে মন
স্ত্রী, প্রেমিকা বা বাগদত্তায়;
সেটাও তাঁদের ছিল!
শুধু, রক্তের যে স্রোতটা
চলকে পড়ল পুলওয়ামায়
সেটা কারো একার নয়!
সেটা যে আমার-তোমার-গোটা দেশের
জানি, যুদ্ধ কোন সমাধান নয়
অজানা নয়, যুদ্ধের হাজারো কুফল
তবু, বুকের এই জ্বালা জুড়নোর
আর কোন বিকল্পও তো খোলা নেই
একটা সমুচিত জবাব না দিলে
লোকে ভীরু বলবে যে
স্বজনহারা শোক বুকে নিয়ে
আমি এখন তাই এক; যুদ্ধপ্রত্যাশী