এক যে ছিলো বন -
যেথা বাস করে এক কুঁদো বাঘ।
একপাল হরিণ চরে বেড়ায় সেথা।
পালা করে খায় হরিণ -
একটা করে রোজ ।
ফিরেও তাকায় না হরিণের পানে - পেটটি গেলে ভরে।
এক যে ছিলো রাজা-
তার নারীর ছিলো হরেক নাম -
দাসী- রানী- বাঁদি ।
জায়গা নেই হারেমেও –
তবু,
নিত্যনতুন শিকার না হলে- ঘুম আসতো না তার চোখে-