ভয়ঙ্কর বন্দুক,
যার একমাত্র কাজ কিনা প্রাণ কেড়ে নেওয়া,
সেও কেমন মাটির পরে মাথা নুইয়ে প্রণাম জানালো তোমায়-
প্রণামে তবু একটু দূরত্ব থাকে
শ্রদ্ধা কিছুটা দূরত্ব তৈরি করে
ভালবাসায় কোনো ফাঁক থাকে না
প্রণাম একদিনের-
লালন যে,
সযত্নে বুকের মধ্যে ধরে রাখা; সারা জীবনের
আজীবনের পরিশ্রমী অভিযান যে মুলমন্ত্র; তোমার জীবনের
আসল চাবিকাঠি; জনগণের গণদেবতা হয়ে ওঠার-
একের পর এক মাইল ফলক
অনন্য সব কীর্তি স্থাপন
প্রতিটাই অবিনশ্বর; স্বমহিমায় চির ভাস্বর
অপু-ফেলু-রাজা লিয়ার
সে সব কি আর একদিনের!
এমন সোনা ফলানো ফসল কি আর বিনা পরিশ্রমের!
শরীর নশ্বর বলে
সেটাই হারিয়ে গেল শুধু,
তিন ভুবনের পারে-
ভুবন জুড়ে
ভুবন আলো করে,
যেমনটা আছো
যেমনটা ছিলে
তেমনটাই থাকবে তুমি, চিরটাকাল; হৃদয় মাঝে-