“আমি তবে যাই”- বললে তুমি আমায়।
“কটা মাত্র দিন-তারপর,আবার তো দেখা হবে-”  
যোগ করলে তুমি।
বিচ্ছেদে ভারাক্রান্ত আমি-
যেমন করে মুখটা ভার করে থাকে দিকচক্রবাল-
দিনান্তের সূর্যকে,রাতটুকুর জন্যেও ছাড়তে চায় না সে।
বিশ্রামের জন্যে দিবাকর তবুও চলে যায় তাকে ছেড়ে-
আর মুখটা অভিমানে লাল হয়ে যায় তার।
তারপর-
সারাটা রাত-ঠায় জেগে থাকে সে-
ভোর অবধি।
আবার-
মুখটা তার আবীরের রঙে-খুশীতে ডগমগ হয়ে ওঠে
প্রভাতের সূর্যকিরণে-
পুনর্মিলনে।