সত্যের জোর সবচাইতে বেশি
তবে, মিথ্যের মায়াও তো বড় কম নয়!
লোভনীয় মোহনরূপ
ছলনার সাথে গাঁটছড়া বাঁধলে
আলাদা করে কার সাধ্যি!
শুধু লোভ সংবরণ করতে পারলেই
বঁড়শির আঘাতে রক্তাক্ত হতে হয় না!
তবু, চতুর জালের ফাঁসে অসহায় মাছেদের হুটোপুটি
ফাঁদেরও হাজারো রকমফের;
বিষধরের প্রসারিত ফণা শুধু ছোবলের আগেই;
বাদবাকি সময় সে-ও তো ফণাহীন নির্বিষ হেলের মতো, হুবহু!
যার সঙ্গে ঘর ছাড়লাম!
সে-ই যে বেচে দেবে বুঝতে পারি নি আগে!