কলহ মুখর বউ আমার; মেজাজ তিরিক্ষির
পুজোর ছুটি একটানা। একসঙ্গে এতদিন! থাকাটা বেশ ঝুঁকির!
তার ওপর বদ অভ্যেস ঘন ঘন চা খাওয়ার
আবেদন নিবেদন মিহিসুরেই; প্রতিবার
গোদের ওপর বিষফোঁড়া; তার ওপরে
নলগোঁড়ার ন’কাকিমা বিনা নোটিশে সদলবলে; ভরদুপুরে
অষ্টমীর পুজো এবার অষ্টমে উঠবে মনে হয়
অগত্যা, দুর্গতিনাশিনী মা দুর্গাকেই ডাকি; যদি হন সহায়!
মা বোধ হয় প্রসন্ন হলেন; হলেন বুঝি সদয়
বদরাগী বউ হাসিমুখে দোরগোড়ায়; ন’কাকিমার অভ্যর্থনায়!