মুষলধারে বৃষ্টি হচ্ছে
বোধহয় এতদিনের ঘাটতিপূরণ
আজ একদিনেই পূর্ণ করে দেবে আকাশ-
আনন্দ পাওয়ারই কথা!
কিন্তু আশঙ্কা হচ্ছে উল্টে; বন্যায় না ভাসিয়ে দেয় চারপাশ!
ছাপোষা মানুষ তো
হঠাত করে প্রত্যাশার চেয়ে এতটা বেশি!
সন্দেহ জাগে মনে
কি জানি! কোন দুরভিসন্ধি নেই তো পিছনে!
আকাশ চাই না আমার। দোহাই, মাটিহারা করো না আমায়!