ফেলে আসা নদীর বাঁকে
ইচ্ছে করলে; এখনো সে নাগালে
হাত বাড়ালে ধরা যাবে; ছোঁয়া যাবে হয়তো!
ওই তো দেখা যায় আমার যৌবন
আমার ভরা সবটুকু; ওই তো! ওই তো! ওইখানে
দেখা যায় এখনো; তবুও,
তবু হায়!
জীবন আমার আজ প্রৌঢ়হেমন্তে
আগমনবার্তা নিয়ে হাজির শীতের শূন্যতার; বার্ধক্যের!
হাওয়ায় হাওয়ায় এক হিমেল শিরশিরানি
চামড়ায় বিশুষ্কজরার টান বিষণ্ণ হলুদহেমন্তের
খুশির বন্যায় আনন্দের ভরা জোয়ার
তবু, ভেতরে ভেতরে অনুভবের মরা টান এক বিপরীতমুখী
ভাটা আসতে দেরি নেই আর!
এত রঙ!এমন আলোর রোশনাই!
বুঝিবা, বেশিক্ষণ নয় আর;
শূন্যতার হাহাকার নবমীর হাওয়ায় হাওয়ায়