একটা চাপিয়ে দেওয়া
পারিবারিক সিদ্ধান্ত;  

আমার মত ছিল না      
তোমারটা জানা হয়নি!

বাধ্য হয়েই একসঙ্গে থাকা    
মানুষ আর আসবাবপত্র যেমন থাকে একসঙ্গে-একঘরে!      

তারপর-
রোজকার টুকিটাকি গার্হস্থ্য কাজকর্মে-  
জীবনের উত্থান পতনে  
কবে যে তুমি আমার অপরিহার্য হয়ে গেলে!  

কবে যে নিজের চেয়েও
তোমায় বেশি ভরসা করতে শুরু করলাম,  
বুঝতেই পারি না আজ!

প্রথম দর্শনেই প্রেম আসে না সবার
ভালোবাসার জন্ম হয় কখনো কখনো; একসঙ্গে পথ চলতে চলতে