মিঠে বৃষ্টিতে ভিজতে,  
কার না মন চায়!
কে আর উপেক্ষা করতে পারে!
প্রেমের দুরন্ত হাতছানি  
প্রতিকূলের অমোঘ আকর্ষণ  

এড়াতেও পারা যায় না
সন্তান প্রতিপালনের বিষম দায়
বিষ নোনায় শ্বাস যদি বুজে আসে, আগামী প্রজন্মের!    
স্বাদু বসবাসের খোঁজ চাই, তাই-      


বেশ চলছিল নিশ্চিন্ত-নিশ্ছিদ্র-নিরাপদ  
অনুকূল সমুদ্রজীবনযাপন    
মরণ নিশ্চিত জেনেও অগত্যা! ফি বর্ষায়,    
ভিড় করে তারা দলে দলে, জোড়ায় জোড়ায়; আত্মঘাতী মোহনায়