প্রত্যাখ্যান, যে বুকে কত বড়ো জ্বালা ধরায়
তা কেবল ভুক্তভোগীই জানে!
পরাজয়ের গ্লানিতে মাথা নিচু করে ফিরে আসা
সে যে কত বড় যন্ত্রণার!
তবু, অঘটন ঘটেই যায়
আচ্ছা, এটা কি আটকাতে পারতাম
নিজের ঘাটতিগুলো পূরণ করে
একেবারে সফল হয়ে!
হায়! তা, যদি ঘটানো যেত
তবে, একই ব্যর্থতা কেন নেমে আসে? সফলতমেরও জীবনে!
আসলে, সব কিছুরই বোধহয় একটা খসড়া দরকার
একটা ক্ষেত্রের প্রস্তুতি
শুধু চাওয়াটা পেশ করলেই; অনুমোদন মেলে না।
তবু, এটা আমার পরাজয়! এ আমার অক্ষমতা!
তোমার সবটুকু না বুঝতে পারার!
তোমার দিক থেকে...
তোমারও যে, আলাদা চাওয়া থাকতে পারে!
আগে কেন সেটা বুঝতে পারিনি!