অতঃপর ভীমের সেই ভীষণ প্রতিজ্ঞা
দুঃশাসনের বুক ফেড়ে রক্তপানের-
প্রতিশোধের এমনধারা; বড়ো পৈশাচিক মনে হয়!  

হত্যা কখনও সমাধান হতে পারে না
তা যদি হতো! তবে, আজও কেন ঘুরে বেড়ায়  
নির্বংশ দুঃশাসনের এত এত বংশধর?

অসুরক্ষার একটা সুযোগ মাত্র
আর, তাতেই মানুষ কখনো হায়না; কখনো দুঃশাসন    

উফ!
কী ভয়ংকর  
কী বীভৎস  
কী কষ্টকর ছবিটা!    

বুঝতে পারছি এখন,
কি ভীষণ যন্ত্রণায় পুড়তে পুড়তে  
মানুষভীম অমন নরপিশাচ হয়ে গিয়েছিল!