প্রতিরক্ষার প্রয়োজনে হিংস্র সুরক্ষাব্যবস্থা
অরণ্যের যেমন বাঘ-সিংহ
নদীর হাঙর-কুমির
মানুষের লাঠি-সোটা, গুলি-বন্দুক
হয়তো পারস্পরিক অবিশ্বাস এখন;
সন্দেহের দৃঢ় অবস্থানে-
অসুরক্ষিত ছিলাম হয়তো তখন,
ছিলাম, প্রতিরক্ষাবিহীন
তবু বেশ ছিল সেদিন-
সখ্যতার সুখে উন্মুক্ত স্বাধীন
শুধুমাত্র বিশ্বাসের রক্ষাকবচ ছিল সহায়
প্রতিবেশ প্রতিরক্ষায়;
বেশ ছিলাম সেদিন-
মাঝখানে নদী-ওপারে অরণ্য-এপারে লোকালয়