উৎসবে আনন্দে অনেকটা সময়;
বিলাপ করে করে আরও!
না, না, আর নয়! এবার উঠতে হয়
জমা কাজ জমে গেছে আরও
চলো কাজে লেগে পড়ি ফের,
কর্মহীন এমন করে! কাঁহাতক পারো!
হাজার অভাব মাঝে, অভাব কাজের
শুধু শুধু খুঁজে ফিরি, কাজ খোঁজাটাও
হন্যে হই মাথাকুটে! নিষ্ফল! বেকার!
অপেক্ষায় স্বপ্নসুখে দিন-মাস-বছরও
বসে থাকি; চেয়ে থাকি তোমার আশায়
আবার এসো মা, যেমন আসো; পরেরবারও
ভুলে থাকি তোমায় নিয়ে; আমার কঠিন দুঃসময়
আনন্দে...বিলাপে...দীর্ঘ করি সুখ, তোমার ছোঁয়ায়