বাঘ সিংহ নয়
মানুষের সামান্য নির্বিষ নখ
এতোটা ধারালো হতে পারে!
হাঙর কুমীর নয়
মানুষেরই সাদামাটা নিরীহ দাঁত
এতোটা নৃশংস হতে পারে!
অস্ত্রশস্ত্র নয়
নিরস্ত্র এক পুরুষশরীর
শারীরিক নির্যাতনের
এমন সশস্ত্র যন্ত্র হয়ে উঠতে পারে!
না না বাবা
এসব গোলমেলে আলোচনায় কাজ নেই
অন্য কারো সাতে পাঁচে না থাকাই ভালো
উটকো ঝুটঝামেলা এড়িয়ে চলাই শ্রেয়
সময় পেলে বরং
সৌন্দর্যের উপাসনা করাই নিরাপদ
ওই যে মাটি
কেমন স্নিগ্ধ-সবুজ-সুন্দর
অপার সৌন্দর্য বুঝতে অসুবিধে হয় না
নির্বিবাদী মন আমার
শুধু তার; প্রতিবাদ ধরতে পারে না-
তাই তো,
কতোটা দলিত হলে
একটা ভূমিকম্পের জন্ম হয়; আমার অজানা-
যন্ত্রণার সে কথা
নিষ্পেষিত মাটি শুধু, জানে
আর জানে, রক্তাক্ত সেই মেয়ে-