প্রস্তাব পেশ করলেই কি আর সম্মতি মেলে?
তবু, নিজের বেড়াটাকে ডিঙিয়ে
অন্যের আঙিনায় ঢোকার স্পর্ধাটুকু
ক’জনেই বা দেখাতে পারলো!
এটা ঠিক, চাইলেই তো আর মাটিতে নেমে আসে না চাঁদ!
অলীক, আকাশকুসুম চাওয়ার কোন অর্থই হয় না
তবু তো, “আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা।”
ধুলোয় খেলে বেড়ানো ভীরু চোখ দুটোর
ঘাড় উঁচু করে চেয়ে দেখা; প্রথমবার
মাঠ ঘাট ছাড়িয়ে
উঁচু গাছটার মাথাটাকে ডিঙিয়ে
ওই দূর আকাশের সীমানা পেরিয়ে... নীল নীলিমায়!