আকাশচুম্বী গড়তে গেলে... মজবুত ভিতটা বড়ো দরকার।
গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে; কি আর, গাছ বাঁচে?
তবু, ভবিষ্যতের আশা আকাঙ্খা তো ওই ডগাটাকেই ঘিরে!
সামান্য একটু যত্ন-আত্তিতে একটা গাছ বেঁচে যায়
টিকে যায় সম্পর্কটাও
অতীত ছিল গৌরবের
তা বলে, কি করে ধরে নেবো
আগামীতে অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যত?
আত্মতুষ্টিতে সর্বনাশ!
পিছনে নয়! চলো... একটু সামনের দিকে মন দিই।