ঘরে আগুন লাগলে
আত্মরক্ষার জন্যে আমাদের তবু উঠোন আছে
দাবানল কিন্তু, সে সুযোগ দেয় না অরণ্যবাসীকে
অরণ্যবাসী বললেই-
চোখের সামনে ভেসে ওঠে খালি
হেঁটে চলে বেড়ানো নানান জীবজন্তুর কথা!
বছরের পর বছর ধরে
একপুরুষ থেকে আর একপুরুষ অবধি
ঠায় একজায়গায় দাঁড়িয়ে থাকা অসহায় গাছেরাও যে অরণ্যের!
ভুলে যাই অনেকসময়...
হিংস্র আগুনের পৈশাচিক উল্লাসে
নির্বিচারে গণদাহ নিরীহ আমাজনের বুকে; অনেকদিন হল-
চেষ্টা যে হয়নি, তা তো বলা যাবে না
হেলিকপ্টার থেকে কৃত্রিম বৃষ্টি ঝরানো
মানুষের সর্বাধুনিক প্রচেষ্টা; মোকাবিলায়, ব্যর্থ হল তাও
জীবন একেকসময়
এমন এক অসহায় জায়গায় দাঁড় করিয়ে দেয়,
যে বিকল্প না পেয়ে; তাকাতেই হয়, মাটি ছাড়িয়ে ওই দূর আকাশের দিকেই
পৃথিবীর জলভরা সব মেঘ, জড়ো হোক-
ঝরে পড়ুক, দগ্ধ আমাজনের বুকে-এটুকুই শুধু প্রার্থনা করি আজ!