যদ্দুর মনে পড়ে
বছরের এই দিনটাতে
ফুলকাটা কাঁসার বাটিতে
বাটি ভরতি করে পায়েস দিতো মা
বাবা একটা স্যান্ডো গেঞ্জি
আর, দাদা পূর্ণ স্বাধীনতায় খেলতে দিয়ে
গোটা সাম্রাজ্যটাই তুলে দিতো আমার হাতে।
হাজার দুষ্টুমি করলেও
কান দুটোর পূর্ণ বিশ্রাম; সারাটা দিন জুড়ে।
তবে,ধান দুব্বো যে কেন দিতো
জানা ছিলো না তখন।
আর এখন
ফেসবুক, হোয়াটস অ্যাপ মিলিয়ে
খান চল্লিশেক শুভেচ্ছা
আর, দিনের শেষে স্বগতোক্তি;
রিটায়ারমেন্টটা এগিয়ে এলো, আরও একটা বছর।