ঘরে আগল দিয়ে রাখি
শব্দ আর বায়ুদূষণ থেকে বাঁচতে।
কোলাহল কার ভালো লাগে?
এই, বেশ আছি! শান্ত নিরিবিলি।
ডিজিট্যাল সিস্টেম মজিয়ে রাখে;
সারাক্ষণ নিজের জগতে।
উন্নত প্রযুক্তি খোঁজ নিতে ব্যস্ত
মঙ্গলে প্রাণ আছে কি না?
কেবল, দুর্গন্ধ বিকট না হলে
বোঝা যায় না
প্রতিবেশী মানুষটা
একা ছিল...অনেককাল।