ঘরে ঢোকার মুখে
আল্পনা আর লতাপাতায় সাজানো
কিছুটা হেঁটে যাওয়া পথ।
থাকলেও হয়; না থাকলে ক্ষতি নেই!
তবু, ওই পথটুকুই
ওই আলাপচারিতাটুকুই ঠিক করে দেয়
ঘরের ভেতরে ঢুকবো? কি না!
প্রচ্ছদ বহিরঙ্গ যেন
একটু চাকচিক্য
একটু আকর্ষণীয় না হলে!
লোকে হাতে নিয়েও দেখবে না!
না। তবুও, ভেতরের মানুষটাকেই সুন্দর হতে হয়। অবশ্যই