শুধু, থেকে থেকে নিস্তব্ধতার বুক চিরে
উঠে আসে একদল ভারি বুটের শব্দ
বোমা আর গুলির আগুনের কালো মেঘ
পুরু চাদরে ঢেকে দিয়েছে মাটির সবুজ শরীর
পুরুষমাত্রেই, হয় ঘরছাড়া; নয় মৃত
কোনরকম বায়না না করেও জেগে আছে শিশুর দল
রক্ত আর উকুনে ঢেকে রয়েছে শয়ে শয়ে নারী শরীর
একদল মানুষ হানা দিয়েছে তাদেরই মতো আর একদল মানুষের ঘরে
এরপরেও...
শুধু, পশু নাকি প্রবৃত্তির দাস; মানুষ নয়!