মেঘের মতো স্বেচ্ছাচারী আর দুটো দেখিনি
সীমানার বাঁধন মানলো না সে, কোনদিনও!  
ঝর্ণার মতো উচ্ছৃঙ্খল আর একটাও চোখে পড়লো না!    
বাঁধনের বাধা কেটে কেটে ছুটে চলল সে, সবসময়ই-  
আমরা তো তেমনটা হতে চাইনি!  
এত বড়ো পৃথিবীর বুকে, একটুকরো মাথা গোঁজার ঠাঁই! খুব কি বেশি!        
বন্যায় ভেসে যাওয়া খড়কুটোর ভাগ্যেও
ডাঙা মিলে যায়; অবশেষে... কোন না কোন একদিন,    
কাঁটাতারের কাঁটায় ভাগের যন্ত্রণা সয়ে সয়ে
পৃথিবীর নরম শরীর ভাগ হয়েছে শত শত খণ্ডে খণ্ডে    
আর, ঠিকানা হারিয়ে... হারিয়ে... আজ,    
আমাদের পরিচয়; শুধু একটাই আজ অবশিষ্ট, একটাই; শুধু অনুপ্রবেশকারী!