হৃদরোগীর মতো সংখ্যায় বেড়েই চলেছে
বিবাহবিচ্ছিন্নেরা
সারা পৃথিবী জুড়ে অনবরত।
মোরা দুজনায়
কিন্তু, দিব্যি আছি। খাচ্ছি-দাচ্ছি, ঘুরছি-ফিরছি
একসঙ্গে।
একসঙ্গে অনেকদিন-তা প্রায় হবে
বছর তিরিশেক।
কই, আমরা তো স্বপ্নেও ভাবতেও পারিনা
আলাদা হবো।
কতলোকে হিংসে করে- নীল হয়ে যায়
ঈর্ষায়।
আমরা কিন্তু অটুট আছি সম্পর্কে-
পরস্পরে।
জানতে চাও? সুন্দর এই সম্পর্কের
চাবিকাঠিটা।
শোনো তবে বলি, শোনো
মন দিয়ে-
একজনে শুধু হুকুম করে।
শুধু
মুখ বুজে তামিল করে
অপরে।