নারী, আমি তোমাকে সৃজন করেছি-
আপন মনের মাধুরী মিশায়ে।
তোমার ভ্রমর- কালো চোখ-
কৃষ্ণা কেশদাম-
চিকন ওষ্ঠ-
পীন পয়োধর-
আমার- আমারই সৃষ্টি।
তেজস্বান-অহংকারী পুরুষ
তার সমস্ত পৌরুষ নিয়ে
অর্ঘ দেবে-
তোমারই অপরূপ পদতলে।
আকাশের উজ্জ্বলনীল রঙ দিয়ে
অভিজাত করে তুলেছি তোমায়-
তোমার চারপাশের ঠাস বুনোটে
নীল রঙটা দেখতে পাচ্ছি আমি-
কিন্তু, এযে কেমন তমসাবৃত কালো-নীল!
ওই নীলরঙ তো আমার সৃজিত নয়।
ওটা তোমার- তোমারই সৃষ্ট
- ঈর্ষার ।