আমি যখন আছি-
আমার কথারাও আছে আমার সঙ্গে।
আমার কথা- আমি বলি তোমাদের সঙ্গে।
তোমরাও বল আমার কথা- আমার সঙ্গে-
আবার তোমাদের মধ্যেও।
আমি যখন রইবো না-
তখনও আমার কথা-
থাকবে সঙ্গে তোমাদের?
যেমন আছে তাঁর কথা –
লুম্বিনীতে- নৈরঞ্জনা নদীতীরে-
সারনাথে বা কুশীনগরে।