অনেক বছর আগে এসেছিলে-
এককথায়-এককাপড়ে, অনেক যদি-কিন্তু
      পার করে।
এসেছিলে- শুধুমাত্র
পরম বিশ্বাসে- আশ্বাসে
      ভর করে।
অনেক বছর- অনেক উত্থান-পতন-প্রলোভন।
যদিও পতনেরা- প্রলোভনেরা
  সংখ্যায়- হাজার হাজার।
তবুও মোরা সাথে আছি-
হাতের পর হাত
   রেখে মাথা কাঁধের পর।
কেন তবে মনে তোমার সংশয়
গ্রাস করে- পলে পলে
     উদ্বিগ্নতা।
কেন বৃথা খুঁড়ে নষ্ট কর
সুন্দর সম্পর্কের অনাবিল
     মধুরতা।
ঝেড়ে ফেল সংশয়
চিত্তে আন আনন্দ
   কাটুক তমসা।
জয় হোক, সত্যের
জয় হোক, আনন্দের
   ঘুচুক অমানিশা।