নির্ভরতা কাকে বলে?
যাকে নির্ভর করা যায়।
কাকে নির্ভর করা যায়?
নিজের সমস্ত ভার তো দিয়েছি- পৃথিবীকে।
ধরিত্রী-তার আপন কোলে-
সবার দেহের- সব ভার নিয়েছে।
আর, তুমি নিয়েছো-আমার।
“সুখে-দুঃখে, পতনে-উত্থানে”।
নিশ্চিন্তে মনের সব ভার-
যার কাঁধে দিয়ে- নিশ্চিন্ত হতে পারি-
       সে-তুমি।
নিশ্চিত পতনের হাত থেকে-নিজেকে বাঁচাতে
নিশ্চিন্তে যে হাতটার ওপর নির্ভর করতে পারি-  
       সে-তুমি।
আশীর্বাদ হয়ে মাথার ‘পরে-
যার হাতটার কথা মনে পড়ে-
       সে-তুমিই ।

     কি নাম তোমার?
     তুমি কে আমার?

“আমি”- “আমি যে তোর বাবা”।