মলি,তোর সঙ্গে আর ঘর বাঁধা হল না-
কিন্তু,এমন তো হওয়ার কথা ছিল না।
পছন্দ,মতের মিল,বিদ্যে,বুদ্ধি, রুচি-
কম ছিল না অন্য কোথাও, শখ কিংবা রুজি।
দিনের পর দিন- রাতের পর রাত-
কত তারা গুনেছি সাথে, হাতের পরে হাত।
চলেছি কত অজানা পথে, জানা পথেও বহুবার-
এখনও স্মৃতিটা টাটকা, চেষ্টা করেও পারিনি ভুলবার।
হঠাৎ হোলো পরিচিতি, তোর বাবার সঙ্গে-
শুধোলেন পুরো নাম, একই অনুষঙ্গে।
নামের প্রথম ভাগ, ছিলই তাঁর জানা-
পদবীটা আজকে প্রথম,হোলো যে তাঁর শোনা।
নাকটা গেল কুঁচকিয়ে, পদবীটা শুনে-
ছিটকে গেল সম্পর্কটা, সেইদিনে- সেইক্ষণে।