হে মোর জন্মদাত্রী,
নিষ্প্রাণ জড়পদার্থে
প্রাণ সঞ্চারিয়ে-
রূপান্তর ঘটালে- জীবে।

শুধুমাত্র স্বাদ নিতে পারা
মূক অংগটাকে-
মুখর করে-  মহান করেছো
হে মোর মাত্বভাষা।