বন্ধু,
ক্ষমা চেয়েছো?
পারবো না।
তুমি তো কোনো দোষ করনি
আমার যন্ত্রণাটা তুমি বুঝতে পারনি
বা চেষ্টাও করনি-
বারবার তোমার কাছে যাওয়া
সত্বেও-
ক্লান্ত,দীর্ণ মনটা
তোমার সহ অনুভূতি চেয়েছিলো-
আর কিছু না।
অনুভূতিটা তো চাওয়া যায় না-
পাওয়াও না।
অনুভবে একমাত্র
তাই-
ক্ষমা তোমায়
করতে পারব না-
কোনোদিন-
ক্ষমা চাইছি।