একটা খুব শক্ত কাজ,
প্রায়-অসম্ভব।
কাজটা সম্পন্ন করার জন্যে
চ্যালেঞ্জ জানানো হল-
সারা পৃথিবী জুড়ে।
সবাই এল
চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে,
কিন্তু মুখ পুড়ল
একে একে তাবড় সব
বীরপুঙ্গবদের।
হেরে ভূত হল-
নামজাদা সব হীরোরা।
যখন সবাই ভেবে নিল যে
কাজটা কেউই পারবে না-
তখনই সে এগিয়ে এল-
অত কঠিন-প্রায়-অসম্ভব
কাজটা সে করে ফেলল
অবলীলায়।
তবুও তাকে হার মানতে হল-
তবুও সে রয়ে গেল চিরকাল-
নিষ্ফল বঞ্চিতের দলে।
‘সূতপুত্র’ বলে।