আজ একটা বিশেষ দিন।
তোমার জন্মদিনের-
এমন অনেকগুলো বিশেষ দিন
আছে, তোমার সঙ্গে আমার
প্রথম দেখা, বিচ্ছেদেরও।
..........................

আজও একটা বিশেষ দিন
তবে ক্যালেন্ডারের-
কালো কালির আঁচড়ে
একটা শুধু তারিখ-
তুমি আমার নও বলে।