গ,ল আর প
গল্প বলে
তিনজনে।

কালি,কলম আর মন
লেখে
তিনজনে।

রূপ,গুণ আর শ্রদ্ধা
ভালোবাসে
তিনজনে।

চোখ,পা আর মন
ঘোরে
তিনজনে।

তিনটে চোখ না থাকলে
তুমি চিনবে
কেমনে?