সামাজিক নিয়মের বেড়াজালে
বড়ো হাঁসফাস করে
আমার বেদুইন মনটা।
তাই তোয়াক্কা করিনা
সমাজের অনুশাসন।
ভেঙ্গে ফেলতে চাই,
সব বাধার অন্তরাল।
তবু তোমার জন্যে –
তোমায় পাব বলে-
আগুন সাক্ষী রেখে,
পাকের পর পাক ঘুরতে হল
তোমার সঙ্গে-
কত সব মন্ত্র উচ্চারণ করতে হল
যদিও অবিশ্বাসে ভর করে-
যন্ত্রের মতো নকল করে।
তবে যখন তোমার হাতটা
আমার হাতে রেখে
সম্প্রদান করা হল-
আমি তখন সেটাকে আর
শুধু নিয়ম বলে
অবিশ্বাস করতে পারলাম না।