এইমাত্র আমি, এলাম
মাতৃজঠর ছিন্ন করি,
শ্বাস নিলাম-প্রথমবার
বিছানার ‘পর।

ছোট্ট আমি,
পানে রত
মাতৃসুধায়
বিছানায়-

বালক আমি,
ব্যস্ত আনন্দ-ক্রীড়ায়
হেথায়
এই শয্যায়।

সুখস্বপ্নের জাল বুনি,
মিথ্যা প্রমাদ গনি
ভর করে তোমায়-
বিছানায়।

যুবা আমি,
মত্ত উদ্দাম- উন্মত্ততায়
রত- রতিক্রীড়ায়
এই শয্যায়।

প্রৌঢ় আমি,
অসুস্থতায়-বিনিদ্রশয্যায়।
ডুবে থাকি, ফেলে আসা রঙ্গীন ভাবনায়-
অবলম্বন করে তোমায়-

বৃদ্ধ আমি,
স্থবিরতায়,একক-অসহায়
শয্যায়-শরশয্যায়
জেগে রই আপনায়-

প্রাণহীন আমি,
অচেতনতায়-
চলেছি, তবুও-
চলমান বিছানায়।