তোমার আসার সময় পার
হয়ে গেছে অনেকক্ষন-
আমি অপেক্ষা করতে করতে
ক্লান্ত হয়ে গেলাম দরজার ধারে চৌকাঠে
তুমি তাও এলে না।
আমি আর পারছিলাম না-
হিমেল হাওয়াটা কাঁপন ধরাচ্ছিল
সারা শরীরে-
দরজাটা ভেজিয়ে দিয়ে
খাটের পরে শুলাম,
চাদর মুড়ি দিয়্
না, বড্ড শীত করছে-
কম্বলটা চাপিয়ে দিলাম তার'পর
কাঁপুনিটা কমছে না তাও-
বেড়েই চলেছে থার্মোমিটারের পারার
মতন চড়চড় করে- জ্বর এল?
না। পারদের পাঠ তো
নাইনটি সেভেন,
দড়াম করে দড়জাটা খুলে দিয়ে-
একরাশ হিমেল হাওয়ার সঙ্গে
তুমি এলে
দুটো চওড়া হাত দিয়ে
জড়িয়ে ধরলে আমায়।
একটা পেলব উষ্ণতা ছড়িয়ে
পড়ছে আমার সারা শরীরে-