পণ্যের হাতবদলে
মাধ্যম চাই, এক
সে পরিবহনের সড়ক হোক
কিংবা
জোগানের যোগাযোগ

তবে
সামর্থ্য যার আছে
কেবলমাত্র সেই একমাত্র,
সব পেয়েছির আসর আলো করে
আর,
অসমর্থ; না পাওয়ার দলে ভিড় করে-

হিসেবটা যে সেই একই,

ফেলো কড়ি মাখো তেল
হায়ার অর পারচেজ
কিংবা
এটার বদলে সেটা, এক্সচেঞ্জ অফারে

মাঠে ঘাটে পথে,
জ্যোৎস্নার মতো ফেলে ছড়িয়ে মেলেনা, কিছুই

তার চেয়ে চাঁদই বরং বেশ ভালো
অনন্ত রূপের ডালি নিয়েও
রূপবতী চাঁদ পণ্য হয়ে ওঠেনি, এখনও