বিশুকে এত করে বললুম
ওরে, ওই বাঁদুরে রঙ আমায় মাখাস নি।
আমি একে কালো
তার ওপর, ওই কালো রঙে আমায় কি আর চেনা যাবে?
ঠিক তাই!
মেসোমশাই ও মেসোমশাই, আরে দেখেও দেখলেন না!
বাজারে যাচ্ছেন?
যা বাব্বা! যেন চিনতেই পারলেন না!
ফ্যালফ্যাল করে তাকিয়েও; চলে গেলেন!
বিল্টুদের নেড়ি কুকুরটা
আমায় দেখলেই লেজ নাড়িয়ে গা ঘেঁসে দাঁড়াবেই।
দেবেনের দোকান থেকে দুটো বিস্কুট না কিনে দিলে
আমাকে ছাড়বেই না।
সে ও পর্যন্ত কি না! আমাকে ঘেউ ঘেউ করে তেড়ে এলো!
এর পরেও; কার আর, মাথাটা ঠিক থাকে!
চটিটা খুলে এক ঘা দিতেই
ও মাগো...
-“ওরে পটলা, ওঠ! কতখানি বেলা হলো! রঙ খেলবি না?”