(আজকের কবিতার প্রথম লাইন -“শুরু হোক পথ চলা”- শ্রদ্ধেয় কবি সুমিত্র দত্ত রায়ের কাছ থেকে পাওয়া। তাই, এই কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম।)
“শুরু হোক পথ চলা”- পথ তো পড়েই আছে
চলা তো থেমে নেই। তবে, কিসের শুরু?
আসলে, পথেরই তো শেষ নেই; শুরুরও তাই।
যে মেয়েটি আজ প্রথম
বাবা-মার হাত ছেড়ে
জীবন শুরু করল; স্কুল ব্যাগের সংগে- সেটাও তো শুরু।
যে ছেলেটা পোষা হাঁসটাকে নিয়ে ঘুমোয়
খেলে বেড়ায়-সারাক্ষণ;
পথ চলা আছে- তাদেরও।
আবার, যে মানুষটার আজ স্মৃতি ছাড়া
আর, কোন সম্বল নেই
তারও তো এমন করে- চলার কথা ছিল না।
আসলে, একটা সুন্দর ইচ্ছের নাম হলো
“শুরু হোক পথ চলা”-
মনের ভেতর থেকে যেটা বেরিয়ে আসে
ঘরের চৌকাঠ পার করে
হাত বাড়িয়ে সে ইচ্ছেটা- পথে বেরোতে চায়;
সংগে নিতে চায় অন্য কাউকে
যার শুধু, পথটাই কেবল একমাত্র সম্বল-
অতঃপর, পরস্পর; বেরিয়ে পড়ে তারা
পায়ে পায়ে পা মিলিয়ে
পথের ধুলোয় পা ভেজানোর ইচ্ছে নিয়ে।