রাজ দরবারের সিংহাসনসুখ ছেড়ে
স্বয়ং রাজাও নগর পরিদর্শনে বেরোতেন

হয়তো,
সরজমিনে রাজকার্য দেখতে
নতুবা,
রাজদর্শনের সুযোগ কিংবা অবকাশ করে দিতে

সমস্ত প্রজা তো আর সঙ্গতি সম্পন্ন হয়না
সামর্থ্যও থাকেনা সবার,
নিজের চোখে, রাজাকে দেখার-
তাই, এমন রাজকীয় গণ বন্দোবস্ত, পথে নেমে-

পথের মাহাত্ম্যই এমন,
মহামহিম ঈশ্বরও থাকতে পারেন না, কপাট বন্ধ করে-