অযুত সেনা সমাবেশ
মুখোমুখি দুটো শিবির
একে অপরকে হত্যার অভিপ্রায়ে।
হত্যারও প্রয়োজন আছে;
প্রয়োজন হয়ে পড়ে একান্তভাবে।  
অহংকার যখন বাড়তে বাড়তে দুর্যোধন...
আর, আস্ফালন দুঃশাসন...
তখন প্রয়োজন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়  
কোনো বিকল্প পথ না পেয়ে; ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে।
  
প্রক্রিয়া সম্পূর্ণ; প্রয়োজনীয় হত্যাকাণ্ডের-আয়োজনের
প্রতিক্রিয়ায়; পতন হলো অহংকারীর
আর, পার্শ্ব প্রতিক্রিয়ায়; শহীদ হলো অযুত নিরপরাধ সেনা।