সাক্ষী হিসেবে
আগুনকে
চোখ বুজে বিশ্বাস করা যায়।
আর, পরীক্ষক হিসেবেও
সবচেয়ে বেশি নির্ভরযোগ্য।  
পাস করলে!  
পরীক্ষার্থীর, বিশুদ্ধতা নিয়ে  
আর কোনো সন্দেহের অবকাশ থাকে না-
আর, ফেল করলে?
ল্যাটা চুকে গেলো।