সকল শক্তির উৎস সূর্যকে
যে ঢেকে দিতে পারে,
তাকে, কম শক্তিশালী বলি কি করে!
অন্ধকারের কি প্রচন্ড প্রতাপ
অমন তেজোময় আলোর গোলাটাকে
টপ করে গিলে ফেললো!
ঘটনাটা সাময়িক বলে, মনটা আশ্বস্ত হলো
তবুও দু'টো সতেরোর পরেই, খেতে পাবো
এবং সেটাই মেনে নিতে হলো
ধোপে টিকলো না, হাজার যুক্তিও
এতোটা পথ হাঁটার পরেও,
বিজ্ঞান সংখ্যালঘু; আজও
কুসংস্কারের প্রবল পরাক্রমের কাছে